WBSSC SSC Recruitment 2025

চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের নথিযাচাই, তার মধ্যেই শুরু ইন্টারভিউ

প্রত্যেক বোর্ডে সর্বোচ্চ ৩৫ জন করে প্রার্থীকে ডাকা হচ্ছে। তবে বেশ কিছু বোর্ডের প্রার্থী বেশিও ডাকা হচ্ছে সেটা নির্ভর করছে কোন অঞ্চলে কত প্রার্থী রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২০:৫১
Share:

প্রতীকী চিত্র।

এক দিকে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাইয়ের কাজ। অন্য দিকে বৃহস্পতিবার থেকে আঞ্চলিক ভাবে শুরু হল বাংলা, ইংরেজি বিষয় দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া।

Advertisement

পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয়েছে ইন্টারভিউ। ২০১৬ সালে শেষ বার এসএসসি-তে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ হয়েছিল। অবশ্য সম্প্রতি উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, তা কিন্তু আর অঞ্চলভিত্তিক নেই।

জেলাভিত্তিক পাঁচটি অঞ্চলে চারটি করে ভোট করা হয়েছে। যেখানে ইংরেজি বাংলা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য আলাদা করে বিশেষজ্ঞ রাখা হয়েছে। প্রত্যেক বোর্ডে সর্বোচ্চ ৩৫ জন করে প্রার্থীকে ডাকা হচ্ছে। তবে বেশ কিছু বোর্ডের প্রার্থী বেশিও ডাকা হচ্ছে সেটা নির্ভর করছে কোন অঞ্চলে কত প্রার্থী রয়েছে। এসএসসির এক কর্তা জানান, “দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। তাই নথি যাচাই কেন্দ্রীয় ভাবে হলেও ইন্টারভিউ প্রক্রিয়া আঞ্চলিক ভাবে করা হচ্ছে। ইংরেজি বাংলা দিয়ে শুরু হল। পরপর যে রকম নীতি যাচাই শেষ হবে ইন্টারভিউ প্রক্রিয়া দিন দে‌ওয়া হবে।”

Advertisement

এই ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ২০ নম্বর। দু’টি বিষয় রয়েছে এখানে লেকচার ডেমোস্টেশন। সেখানে থাকছে ১০ নম্বর। আর ইন্টারভিউ সেখানে থাকছে ১০ নম্বর।‌ এর আগে পরীক্ষা গ্রহণ করা হয়েছে ৬০ নম্বরের। অভিজ্ঞতার ভিত্তিতে কর্মরত শিক্ষকদের দেওয়া হয়েছে ১০ নম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement