আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্ষেত্রের আধিকারিক বিশেষজ্ঞ এবং কর্পোরেট প্রতিনিধিরা এই বিশেষ আন্তর্জাতিক সম্মেলনটিতে উপস্থিত থাকবেন। নিজস্ব চিত্র।
প্রযুক্তির উন্নতিতে কৃত্রিম মেধা আমূল পরিবর্তন এনেছে। উন্নত পরিকাঠামো বিশ্ব অর্থনীতির চালচিত্রও বদলেছে। দেশের বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে এর প্রভাব কতটা? তা নিয়েই চলবে বিশেষ আলোচনা।
‘ইআইআইএলএম কলকাতা’ এবং ‘ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন’ (আইএএআরএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতি কোন ছন্দে চলছে, এবং আমেরিকা, ইউরোপ ও এশিয়া কতটা তাল মিলিয়ে এগিয়ে চলেছে, তা নিয়ে চর্চা চলবে।
আন্তর্জাতিক সম্মেলনটি ১৭ জুন নিউটাউন ইকো পার্কের তাজ তাল কুটিরে আয়োজিত হবে। সম্মেলনের মূল উদ্যোক্তার ভূমিকায় রয়েছেন ‘ইআইআইএলএম কলকাতা’র চেয়ারম্যান ও ডিরেক্টর এবং ‘আইএএআরএফ’-এর প্রেসিডেন্ট অধ্যাপক আর.পি.বন্দোপাধ্যায়। বিশেষ বক্তা হিসাবে জার্মানির বিখ্যাত অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক পিটার পি. মুলার পরামর্শ দেবেন। একই সঙ্গে এই সম্মেলনে বিভিন্ন দেশের একাধিক সংস্থার আধিকারিক এবং বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
কৃত্রিম মেধার প্রভাব ছাড়াও আরও যে সমস্ত বিষয় নিয়ে চর্চা চলবে—
এই সম্মেলনের হাত ধরেই ‘ইআইআইএলএম কলকাতা’র শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্ষেত্রের আধিকারিক, বিশেষজ্ঞ এবং কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। বিশেষজ্ঞদের পরামর্শ শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ ভাবে সমৃদ্ধ করবে। ‘ইআইআইএলএম কলকাতা’ আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্যই হল, শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের সঠিক পথ দেখানো, তাঁরা যাতে দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির পরিকাঠামোয় যথাযথ অবদান রাখতে পারেন।
এই সম্মেলনের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।