Courses and Workshop 2025

উত্তরবঙ্গের জনজীবন কেমন, সংস্কৃতের সংখ্যাতত্ত্বই বা কী! একাধিক কোর্স ও কর্মশালার সুলুকসন্ধান

নানা ধরনের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের আয়োজন করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু তাই-ই নয়, নানান বিষয়ে অভিজ্ঞতাসম্পন্নদের নিয়ে কর্মশালার আয়োজনও করে বেশ কিছু প্রতিষ্ঠান। এই প্রতিবেদনে রইল সে রকমই কিছু কোর্স এবং কর্মশালার সন্ধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৯:১৬
Share:

প্রতীকী ছবি।

স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পড়ছেন, এমন বহু পড়ুয়াই বর্তমানে বিশেষ সার্টিফিকেট কোর্সের সন্ধানে থাকেন। সময়ের সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে না পারলে বর্তমান যুগে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই প্রতিষ্ঠানগুলিও নানা সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের আয়োজন করে থাকে। শুধু তাই-ই নয়, নানা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্নদের নিয়ে কর্মশালার আয়োজনও করে বেশ কিছু প্রতিষ্ঠান। এই প্রতিবেদনে রইল সে রকমই কিছু কোর্স এবং কর্মশালার সন্ধান।

Advertisement

১। ‘মাইক্রোইলেকট্রনিক্স টেকনোলজি অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন’—

এটি একটি স্বল্পমেয়াদি সার্টিফায়েড কোর্স। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজন করা হয়েছে। ফেব্রিকেশন অ্যান্ড ক্যারেক্টারাইজ়েশন অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস-সহ এই সংক্রান্ত আরও বিষয়ে খুঁটিনাটি পড়ানো হবে।

Advertisement

মেয়াদ: পাঁচ সপ্তাহের কোর্স (সোম থেকে শনি পর্যন্ত)।

যোগ্যতা: বিই বা বিটেকে ন্যূনতম দ্বিতীয় বর্ষে পাঠরত।

কোর্সমূল্য: ১০,৬২০/-

আবেদন প্রক্রিয়া: সরাসরি।

শেষ দিন: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

২। ফ্লেবোটমি টেকনিশিয়ান নিয়ে পড়ার সুযোগ—

এই বিষয়টি পড়ানো হবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। এটি একটি পেশাভিত্তিক কোর্স। মূলত এই কোর্সর পর সংশ্লিষ্ট বিভাগে চাকরির ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধা হয় তার জন্যই ফ্লেবোটমি টেকনিশিয়ান নিয়ে পড়াবে এই প্রতিষ্ঠান।

মেয়াদ: ছ’মাস।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে।

শেষ দিন: উল্লেখ নেই।

৩। সংস্কৃত সাহিত্যে সংখ্যাতত্ত্ব—

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের তরফে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত সংস্কৃত ভাষার সংখ্যাগুলি নিয়েও বিস্তর আলোচনা করা হবে। কর্মশালার শেষে শংসাপত্র প্রদান করা হবে।

দিন: ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫।

মূল্য: শিক্ষকদের জন্য ১২০০ টাকা, রিসার্চ স্কলারের জন্য ১০০০ টাকা এবং অন্যান্য সকলের জন্য ৫০০ টাকা।

যোগ্যতা: শিক্ষক, রিসার্চ স্কলার এবং যে কোনও ছাত্র-ছাত্রীই।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে এবং সরাসরি।

শেষ দিন: ২৪ নভেম্বর ২০২৫।

৪। গবেষণা পদ্ধতি নিয়ে বিশেষ কর্মশালা

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি্র তরফে এই বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্টাডিজ় বিভাগের তরফে হবে এই কর্মশালা। ডেটা টাইপ, ডেটা ভিজ্যুয়ালাইজ়েশন-সহ আরও গবেষণা সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে।

মূল্য: এক হাজার টাকা।

দিন: ১৯ ডিসেম্বর ২০২৫।

যোগ্যতা: গবেষণারত অথবা স্নাতকোত্তর স্তরের পর গবেষণার কাজ করবেন।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে।

শেষ দিন: উল্লেখ নেই।

৫। উত্তরবঙ্গের ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের ভাষা এবং সংস্কৃতি—

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর কেন্দ্র করে কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। উত্তরবঙ্গের সম্প্রদায়ের ইতিহাস, তাঁদের ভাষার পার্থক্য, কোন কোন সম্প্রদায়ের মানুষের বসবাস, তাঁদের জনজীবন নিয়ে বিস্তর আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

দিন: ১১ এবং ১২ নভেম্বর।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে।

শেষ দিন: ৮ নভেম্বর ২০২৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement