— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ওএমআর শিট-এ ঠিক মতো উত্তর লিখতে পারেনি অনেকেই। পরীক্ষা ভাল হয়নি বলেও অভিযোগ জানিয়েছে বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীই। যোধপুর পার্ক বয়েজ়-এর প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারের কাছে স্কুলের ছাত্ররা অভিযোগ জানিয়েছেন, পদার্থবিদ্যার পরীক্ষা সময়ে শেষ করতে সমস্যা হয়েছে। অঙ্ক পরীক্ষার দিন অতিরিক্ত সময় না পাওয়া গেলে সমস্যা বাড়বে, পরীক্ষা খারাপ হবে বলেই আশঙ্কা।
প্রথম সেমেস্টার পরীক্ষায় এত অভিযোগ, এত সমস্যা। সে সব নিয়ে কী ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ?
শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্বীকার করে নেন, উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে শেষ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, এমন অভিযোগ বহু পরীক্ষার্থীর। তবে জেলার স্কুলগুলিতে সময়ের মধ্যে, এমনকি সময়ের আগেও পরীক্ষা শেষ হচ্ছে বলে তাঁর দাবি। চিরঞ্জীব বলেন, “যারা ভাল ভাবে প্রস্তুতি নিয়েছে, তাদের সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে কোনও সমস্যাই হচ্ছে না।”
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্রে ‘রাফ শিট’ থাকছে। পদার্থবিদ্যা, হিসাবশাস্ত্র, অর্থনীতি, রাশিবিজ্ঞান, অঙ্কের মতো প্র্যাকটিক্যাল বিষয়গুলির প্রশ্নপত্রের সঙ্গে তিন থেকে চারটি সাদা পাতা দেওয়া হচ্ছে, যাতে ওই পাতায় পরীক্ষার্থীরা ‘রাফ’ কাজ করে নিতে পারে। প্রশ্নপত্রের সঙ্গে রাফ কাজের পাতাগুলি তারা বাড়িতেও নিয়ে যেতে পারবে, যাতে পরীক্ষার শেষে ‘আনসার কি’-এর সঙ্গে উত্তর মিলিয়ে নিতে পারে।
শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ওএমআর শিট-এ প্রথম বার পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই প্রথম দিন থেকেই পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত ওএমআর শিট সমস্ত পরীক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে।”
পঞ্চম দিনে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস-এর পরীক্ষা নেওয়া হয়েছে। মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস-এর জন্য ৪৫ মিনিট এবং অন্য বিষয়ের ক্ষেত্রে ১ ঘণ্টা ১৫ মিনিট করে সময় দেওয়া হয়েছে। সোমবার রাশিবিজ্ঞান, মনোবিদ্যা, কর্মাশিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং এবং ইতিহাস পরীক্ষা নেওয়া হবে।