Workshops for Students

হাতে কলমে বাটিকের কাজ কিংবা কৃত্রিম মেধার অ-আ-ক-খ! পড়তে পড়তেই শেখার সুযোগ

পড়াশোনার সঙ্গে হাতের কাজ শিখে নেওয়া কিংবা কৃত্রিম মেধার মতো বিষয়ে দক্ষ হয়ে ওঠার সুযোগ রয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার, কর্মশালা, স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে হাতেকলমে বিভিন্ন বিষয় শেখানো হয়ে থাকে। পড়াশোনার একঘেয়েমির পাশাপাশি খোলা হাওয়ার মতো থাকতে পারে মজার ছলে কিছু শিখে নেওয়ার সুযোগ। রইল তারই সুলুক সন্ধান। তবে, শিক্ষক-শিক্ষিকা এবং গবেষকেরাও এমন সুযোগ পেতে পারেন, তার হদিসও থাকছে।

Advertisement

হাতে কলমে বাটিক শেখা:

শিল্পকলার কাজে প্রাকৃতিক রঙ ব্যবহারের গুরুত্ব কেমন, কী ভাবে সেই রঙ তৈরি করা যেতে পারে— এর কৌশল শেখাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিল্পসদন বিভাগের তরফে তিন দিনের একটি কর্মশালায় বাটিক, ব্লক প্রিন্ট এবং বোটানিক্যাল প্রিন্টিং-এর মাধ্যমে কাপড় এবং কাগজে রঙ করার পদ্ধতি সম্পর্কেও চলবে প্রশিক্ষণ। সবটাই ভারতীয় জ্ঞানধারণার (ইন্ডিয়ান নলেজ সিস্টেম) ছায়া শেখার সুযোগ থাকবে।

Advertisement
  • কোথায় হবে— বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ প্রশিক্ষণ দেওয়া হবে।
  • কবে— ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— তিন দিন।
  • কারা আবেদন করতে পারবেন— কলা বিভাগের পড়ুয়া, গবেষক, শিক্ষক-শিক্ষিকা, শিল্পীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৩০ অক্টোবর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

‘ক্লাউড সিস্টেম’ সামলানোর কোর্স:

ইন্টারনেটে ডেটাবেস, সার্ভার, স্টোরেজ়, সফট্ওয়্যার চালনা করে ‘ক্লাউড সিস্টেম’। মেঘের মতোই এর বিস্তার বলে ‘ক্লাউড’ শব্দটি ব্যবহার করা হয়। একে সামলাতে ইনফ্রাস্টাকচার ম্যানজেমেন্টের জ্ঞান থাকাও দরকার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর এই দু’টি বিষয়ে সার্টিফিকেট কোর্স করাবে।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস করানো হবে।
  • কবে— ৭ ফেব্রুয়ারি থেকে শুরু।
  • কত দিন চলবে— তিন মাস।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, চাকরিজীবী।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৩১ অক্টোবর।

আমদানি-রফতানির পাঠ:

বৈদেশিক বাণিজ্যের খুঁটিনাটি বিষয়ে স্নাতক স্তর থেকেই বহু পড়ুয়া আগ্রহী হয়ে থাকেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এর (আইআইএফটি) সার্টিফিকেট কোর্স সেই আগ্রহ মেটাতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে, লজিস্টিক, ট্রেড এবং বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি, ওই কোর্সের মাধ্যমে আমদানি-রফতানি ব্যবস্থাপনার বিষয়গুলিও বিশেষজ্ঞরা শেখাবেন।

  • কোথায় হবে— আইআইএফটি দিল্লি।
  • কবে— অক্টোবর থেকে শুরু।
  • কত দিন চলবে— প্রায় চার মাস।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতক, চাকরিজীবীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২০ সেপ্টেম্বর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় সংবিধানের ৭৫ বছর প্রসঙ্গে আলোচনাসভা:

ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূরণ হয়েছে গত ২৬ নভেম্বর, ২০২৪। কয়েক দশক পেরিয়ে আসার পর সংবিধানের রদবদল; রাজনৈতিক, সামাজিক সমস্যা সমাধানে এর ভূমিকা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। যোগদানকারীদের ‘অ্যাবস্ট্রাক্ট পেপার’-ও জমা দিতে হবে।

  • কোথায় হবে— উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-এ।
  • কবে— ২৭ এবং ২৮ নভেম্বর।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— আইনের পড়ুয়া, গবেষক, আইনজীবী, শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ‘অ্যাবস্ট্রাক্ট পেপার’ জমা দিতে হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে, ‘ফুল পেপার’ জমা ১৪ নভেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কৃত্রিম মেধার অ-আ-ক-খ:

গতানুগতিক বিষয়ের সঙ্গে শিল্প, সাহিত্য, ঐতিহ্য, প্রথা, ভাষা, স্থাপত্যবিদ্যা নিয়ে চর্চার সুযোগ করে দিতেই শুরু হয়েছে ভারতীয় জ্ঞানধারণার (ইন্ডিয়ান নলেজ সিস্টেম) প্রয়োগ। তার সঙ্গে কৃত্রিম মেধা এবং ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সের (মক) সংযোজন কী ভাবে সম্ভব— তা একটি কর্মশালার মাধ্যমে শেখাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

  • কোথায় হবে— বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এ।
  • কবে— ১৮ এবং ১৯ সেপ্টেম্বর।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— শিক্ষক-শিক্ষিকা এবং গবেষকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৫ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement