Workshop for Graduates in Kolkata

জননীতির হালহকিকত থেকে বাঁদনা পরবের রীতি! নানা বিষয়ের আলোচনা কোথায়, কবে?

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিষয় নিয়ে কর্মশালা এবং আলোচনাসভার আয়োজন করা হয়েছে। কোথায় কবে তা হতে চলেছে, রইল বিশদ তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:১৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠতে পারে বিভিন্ন ধরনের কর্মসূচি। কর্মশালা এবং আলোচনাসভা এর মধ্যে অন্যতম উপাদান। তাই সময়োপযোগী বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে। তাতেই যোগদানের সুযোগ কী ভাবে পাওয়া যাবে, তার সুলুকসন্ধান রইল শিক্ষার কড়চায়।

Advertisement

জননীতি নিয়ে চর্চা:

বিশ্বায়ন, প্রযুক্তিগত সমস্যা, ডিজিটাল শাসনব্যবস্থা, জনস্বাস্থ্য সঙ্কট, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের কারণে জননীতিতে প্রভাব পড়ছে। উল্লিখিত বিষয়গুলি কী ভাবে একে অপরের উপর নির্ভরশীল, তা নিয়ে চলবে চর্চা।

Advertisement
  • কোথায় হবে— যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ২০-২২ জানুয়ারি ২০২৬।
  • কত দিন চলবে— তিন দিন।
  • কারা আবেদন করতে পারবেন— জননীতি নিয়ে পড়াশোনা কিংবা গবেষণা করছেন, এমন পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১০ জানুয়ারি।

বাঁদনা পরবে মহিলাদের অবদান:

সাঁওতাল জনগোষ্ঠী ধুমধাম করে প্রতি বছর সরহায় বা বাঁদনা পরবের আয়োজন করে থাকে। কালীপুজোর সময় এবং পৌষ সংক্রান্তির পাঁচ দিন আগে ওই উৎসব পালন করেন তাঁরা। সেই উৎসবে মহিলাদের যোগদান নিয়ে পর্যালোচনা করতে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

  • কোথায় হবে— সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৪ নভেম্বর ২০২৫।
  • কত দিন চলবে— এক দিন।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, রিসার্চ স্কলার, শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৩ নভেম্বর।

ভূতত্ত্ব নিয়ে পরীক্ষানিরীক্ষা:

ভূতত্ত্বের খুঁটিনাটি নিয়ে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ পাবেন পড়ুয়ারা। স্ট্রাকচারাল জিয়োলজি এবং টেকটনিক্স নিয়ে গবেষণামূলক কাজ কী ভাবে সম্ভব, তার কার্যকৌশল কেমন, কী কী সীমাবদ্ধতা রয়েছে— সেই সব নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৯ ডিসেম্বর।
  • কত দিন চলবে— এক দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন, এমন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— ই-মেল মারফত।
  • আবেদনের শেষ দিন— ২৬ নভেম্বর।

পুর্ননবীকরণযোগ্য শক্তি কি ভবিষ্যৎ?

শক্তির ব্যবহার এবং প্রয়োগে যে পরিবর্তন এসেছে, তাতে পরবর্তী সময়ে পুর্ননবীকরণযোগ্য শক্তি মূল উৎপাদনের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তা নিয়েই বিশেষ আলোচনাসভা হতে চলেছে। তাতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞেরা সূর্যের আলো, হাওয়া, বায়োমাস-এর মতো শক্তি কী ভাবে বিপুল চাহিদা মেটাতে পারবে, তা নিয়ে চর্চা করবেন।

  • কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) শিবপুর।
  • কবে— ১৫ এবং ১৬ নভেম্বর ২০২৫।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, কর্মরত ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

সংক্রামক রোগ চেনার উপায়:

মলিকিউলার ডায়গনোসিস-এর মাধ্যমে সংক্রামক রোগ চেনার পদ্ধতি শেখানো হবে। বিশেষজ্ঞেরা হাতেকলমে রোগ চিহ্নিতকরণ, তার নমুনা পরীক্ষা, কী ভাবে নজরদারি চালাতে হবে— তা শেখাবেন।

  • কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন।
  • কবে— ৩-৫ ডিসেম্বর।
  • কত দিন চলবে— তিন দিন।
  • কারা আবেদন করতে পারবেন— মাইক্রোবায়োলজি, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করছেন, গবেষক, মেডিক্যাল কলেজের কর্মীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৮ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement