Training Workshops 2025

সাইবার দুনিয়ার সুরক্ষার পাঠ বা শিক্ষকদের প্রশিক্ষণ, কোথায় কী হচ্ছে? রইল সুলুকসন্ধান

সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্লাসের সঙ্গে হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হবে। কিছু ক্ষেত্রে অফলাইন, কিছু ক্লাস অনলাইনে করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা— দক্ষতার বৃদ্ধির জন্য কোর্স বা কর্মশালার আয়োজন করা হয়ে থাকে নানা ভাবে। বর্তমানে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং-এর মতো বিষয় পঠনপাঠনে সংযোজিত হওয়ায় সরকারি এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বল্প সময়ের কোর্স কিংবা কর্মশালা অনলাইনেও আয়োজন করে থাকে। এমনই কিছু কোর্স এবং কর্মশালার খোঁজ রইল ‘শিক্ষার কড়চা’য়।

Advertisement

মেশিন লার্নিং শেখার কোর্স:

মেশিন লার্নিং কী এবং কেন বিষয়টি প্রাসঙ্গিক, তা শেখাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি), কলকাতা। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, স্বল্প সময়ের কোর্সের মাধ্যমে হাতেকলমেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে।

Advertisement
  • কোথায় হবে— এনআইইএলআইটি, কলকাতা।
  • কবে— ১৬ সেপ্টেম্বর থেকে শুরু।
  • কত দিন চলবে— ৯০ ঘণ্টার ক্লাস; মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ক্লাস করানো হবে।
  • কারা আবেদন করতে পারবেন— ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— জানানো হয়নি।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিক্ষকদের প্রশিক্ষণ:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে ভাষা বিষয়ক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কর্মশালার মাধ্যমে আরবি ভাষার শিক্ষকদের দক্ষতা কী ভাবে বৃদ্ধি করতে হবে, শিক্ষকতার ক্ষেত্রে বাস্তবনির্ভর পদ্ধতি অবলম্বন করার কৌশল সম্পর্কে শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বর্ধমান বিশ্ববিদ্যালয়-এ।
  • কবে— ১৬ সেপ্টেম্বর।
  • কত দিন চলবে— এক দিন।
  • কারা আবেদন করতে পারবেন— আরবি ভাষার শিক্ষক-শিক্ষিকা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

বিজ়নেস ইন্টেলিজেন্স শেখার সুযোগ:

দ্বাদশ উত্তীর্ণদের এনআইইএলআইটি, কলকাতা-র তরফে বিজ়নেস ইন্টেলিজেন্স টুল ব্যবহারের কৌশল শেখার সুযোগ দেওয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার করা সমস্ত টুল ব্যবহার কী ভাবে করতে হয়, কী কী বিষয়ে দক্ষ হতে হয়— সবটাই শেখানো হবে বিশেষ কোর্সের মাধ্যমে।

  • কোথায় হবে— এনআইইএলআইটি, কলকাতা-য়।
  • কবে— ১৯ সেপ্টেম্বর থেকে শুরু।
  • কত দিন চলবে— ৩০ ঘণ্টার কোর্স; মঙ্গলবার এবং শুক্রবার ক্লাস হবে।
  • কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— জানানো হয়নি।

ডায়নামিক সিস্টেমের অ-আ-ক-খ:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে ‘ক্যাওস ইন ডায়নামিক সিস্টেমস’ শীর্ষক সার্টিফিকেট কোর্স করানো হবে। অনলাইনে ওই কোর্সটি করার সুযোগ থাকছে।

  • কোথায় হবে— ‘ব্লেন্ডেড মোড’-এ অনলাইন এবং অফলাইনে আইআইটি, ভুবনেশ্বর-এ।
  • কবে— শীঘ্রই সূচি প্রকাশ করা হবে।
  • কত দিন চলবে— তিন থেকে চার মাস।
  • কারা আবেদন করতে পারবেন— টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জিক্যাল বিষয়ের স্নাতক, গবেষক এবং ইন্ডাস্ট্রি প্রফেশনাল।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— শীঘ্রই জানানো হবে।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

তথ্য সুরক্ষার কোর্স:

সাইবার দুনিয়ায় তথ্য সুরক্ষিত রাখার কৌশল বিশেষ কোর্সের মাধ্যমে শেখানো হবে। হ্যাকিং, ক্রিপ্টোগ্রাফি, ফায়ারওয়াল-এর যথাযথ ব্যবহার এবং তথ্য সঠিক জায়গায় জমা রাখার মতো বিষয়গুলিও হাতে-কলমে শেখার সুযোগ থাকছে।

  • কোথায় হবে— এনআইইএলআইটি, কলকাতা।
  • কবে— ৬ অক্টোবর থেকে শুরু।
  • কত দিন চলবে— ৯০ ঘণ্টার কোর্স; সোমবার, বুধবার এবং শুক্রবার ক্লাস হবে।
  • কারা আবেদন করতে পারবেন— ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— কোনও তারিখ জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement