WB Govt Job Recruitment 2025

রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:১১
Share:

জিসিইসিটি। সংগৃহীত ছবি।

রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এর অধীনস্থ ইঞ্জিনিয়ারিং কলেজে কাজের সুযোগ। সম্প্রতি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি (জিসিইসিটি)-র তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের একটি বিভাগে গবেষণার কাজের জন্য এই নিয়োগ। যেখানে নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের সেরামিক টেকনোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ ভ্যালু অ্যাডেড অ্যাব্রেশন রেসিসট্যান্ট সেরামিক টাইলস ইউজিং ফাইন গারনেট স্যান্ড অফ আইআরইএল’। এর জন্য অর্থ সহায়তা করবে আইআরইএল বা আইরেল টেকনোলজি ডেভেলপমেন্ট কাউন্সিল (আইরেলটিডিসি)।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রথমে প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজ এবং প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি করে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে।

Advertisement

জেআরএফ পদে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ এবং ৫০ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

জেআরএফ পদে নিযুক্তদের সাম্মানিক প্রথম দু’বছরে হবে মাসে ৩১,০০০ টাকা। যা তৃতীয় বছরে বেড়ে হবে মাসে ৩৫,০০০ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।

জেআরএফ পদে আবেদনকারীদের সেরামিক, মেটালার্জি, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক অথবা রসায়ন বা পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি থাকতে হবে। অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৩ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২৫ মার্চ। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement