GCELT Admission 2025

সল্টলেকের সরকারি ইঞ্জিনিয়ারিং ও লেদার টেকনোলজি কলেজে বিটেক-এর সুযোগ, কত আসন রয়েছে?

কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং লেদার টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৩০
Share:

জিসিইএলটি। ছবি: সংগৃহীত।

সল্টলেকের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি-এ (জিসিইএলটি) ইঞ্জিনিয়ারিং-এর বেশ কিছু বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। কলেজে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং লেদার টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সমস্ত বিষয়ে বিটেক কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি, ইনফরমেশন টেকনোলজিতে ৭টি এবং লেদার টেকনোলজিতে মোট ১২টি আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। অর্থাৎ মোট আসনসংখ্যা ২৪।

আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি চলতি বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ যথাযথ র‍্যাঙ্ক থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। ৭ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর জয়েন্ট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সমস্ত কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। মেধাতলিকা প্রকাশ করা হবে ৯ অক্টোবর। কলেজে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে ১৩ অক্টোবর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement