Government recruitment rules 2025

করণিক, গ্রন্থাগারিক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিধি জারি করল সরকার

কাজের অভিজ্ঞতা নিরিখে বাড়তি নম্বর থাকবে তিনটি পদে নিয়োগের ক্ষেত্রেই— গেজেট নোটিফিকেশনে উল্লেখ করল সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২৩:২৬
Share:

—ফাইল চিত্র।

শিক্ষক-শিক্ষিকা নিয়োগের নিয়োগ বিধি জারি হওয়ার পর এ বার অশিক্ষক কর্মী নিয়োগের বিধি জারি করল স্কুল শিক্ষা দফতর। গ্রন্থাগারিক, করণিক (গ্রুপ সি) এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পৃথক পৃথক নিয়োগ বিধি জারি রাজ্যের।

Advertisement

কাজের অভিজ্ঞতা নিরিখে বাড়তি নম্বর থাকবে তিনটি পদে নিয়োগের ক্ষেত্রেই— গেজেট নোটিফিকেশনে উল্লেখ করল সরকার। শুধু তাই নয় এ ক্ষেত্রে কর্মরত (চাকরিহারা) শিক্ষা কর্মীদের বাড়তি সুবিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতাকে চূড়ান্ত মেধাতালিকায় গুরুত্ব দেওয়া হল গ্রন্থাগারিক ও করণিক নিয়োগের জন্য। গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরের কোন‌ও উল্লেখ নেই এই নয়া বিধিতে।

Advertisement

ওএমআরশিটে নেওয়া হবে লিখিত পরীক্ষা। থাকবে না কোন‌ও ‘নেগেটিভ মার্কিং’। লিখিত পরীক্ষা দেওয়ার পর ওএমআরের ডুপ্লিকেট বা কার্বন কপি দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ এর নিরিখেই তৈরি হবে প্যানেল। রিজিয়ান ভিত্তিক মেধাতালিকা প্রকাশ হবে।

চূড়ান্ত প্যানেল প্রকাশ হবার পর তার মেয়াদ থাকবে এক বছর। আবেদনকারীরা ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই তিনটি পদের জন্য। যে বছর বিজ্ঞাপন প্রকাশ হবে সেই বছরের ১ জানুয়ারির মধ্যে তার বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। সরকারের এই নিয়োগ বিধি প্রকাশ হবার পরই এ বার নিয়োগের বিজ্ঞাপন দ্রুত দিতে চলেছে এসএসসি।

শিক্ষা দফতর সূত্রের খবর , আগামী সপ্তাহের মধ্যেই স্কুলে স্কুলে করণিক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা।

প্যানেল তৈরি হবে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, কাজের অভিজ্ঞতা, ও ইন্টারভিউ এর উপর। লিখিত পরীক্ষার উপর ৭৫ নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ১০ নম্বর, একই ভাবে 'এক্সপেরিয়েন্স' অর্থাৎ কাজের অভিজ্ঞতা নিরিখে ৫ নম্বর ( এক্ষেত্রে সর্বাধিক পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা নিরিখে সর্বোচ্চ পাঁচ নম্বর পাবেন পরীক্ষার্থীরা) মৌখিকের উপর ১০ নম্বর থাকবে গ্রন্থাগারিক নিয়োগের জন্য।

স্কুলে স্কুলে ক্লার্ক পদে নিয়োগের নিয়োগবিধি প্রকাশ রাজ্যের। ক্লার্ক(গ্রুপ সি) পদের চূড়ান্ত প্যানেল তৈরি হবে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং কম্পিউটার জানার অভিজ্ঞতার উপর।

লিখিত পরীক্ষার ওপর থাকবে ৬০ নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর থাকবে ১০ নম্বর, কাজের অভিজ্ঞতার ওপর থাকবে সর্বোচ্চ পাঁচ নম্বর, ইন্টারভিউ এর জন্য ১০ নম্বর, কম্পিউটার জানার উপর ১৫ নম্বর বরাদ্দ করা হবে।

স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগের নিয়োগ বিধি জারি স্কুল শিক্ষা দফতরের। লিখিত পরীক্ষা কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ নিরিখে তৈরি করা হবে প্যানেল। গ্রুপ ডি পদে গুরুত্ব থাকছে না অ্যাকাডেমিক স্কোরের।

লিখিত পরীক্ষা ৪০ নম্বরের, ইন্টারভিউ ৫ নম্বর এবং কাজের অভিজ্ঞতার নিরিখে সর্বোচ্চ ৫ নম্বর বরাদ্দ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement