প্রতীকী চিত্র।
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্যের নাম ঘোষণা সংক্রান্ত জটিলতায় বাকি ছিল ১১টি বিশ্ববিদ্যালয়। সেই বাকি থাকা ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জট কেটেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তাঁর মধ্যে থেকে তিনটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল রাজভবন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ নিজের সমাজমাধ্যমে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারা হবেন, তা জানালেন। বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হয়েছেন দেবব্রত মিত্র।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার ও রাজভবন, উভয় পক্ষই সহমত হয়েছে। তাই ৮টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের নাম স্থির করা গিয়েছে। বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি নতুন নাম স্থির করবে।
স্থির হওয়া আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের ঘোষিত হলেও বাকি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের জন্য় সুপ্রিম কোর্টের পাঠানো নামগুলি ঘোষণার কাজ এখনও বাকি রয়ে গেল। সেগুলি হল— সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অয়ন ভট্টাচার্য), কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সঞ্চারী রায় মুখোপাধ্যায়), হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (নিমাইচন্দ্র সাহা), রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (অর্ণব সেন) ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে (মিতা বন্দ্যোপাধ্যায়)।