School Accreditation on NAAC Model

নাকের ধাঁচে এ বার মূল্যায়ন স্কুলে স্কুলে! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে চালু হচ্ছে ‘এস‌এস‌এএ’

স্টেট লেভেল অ্যাক্রিডিটেশন অথরিটি (এস‌এস‌এএ) গঠনের মাধ্যমে আগামী এপ্রিল থেকে স্কুলগুলির মূল্যায়নের কাজ শুরু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:০৫
Share:

প্রতীকী চিত্র।

ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (নাক) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান বিচার করে, সেই অনুযায়ী তাদের বিশেষ স্থানাঙ্কও দেওয়া হয়। এ বার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য এই ধরনের বিশেষ মান বিচারের ব্যবস্থা করতে চলেছে শিক্ষা সংসদ।

Advertisement

স্টেট লেভেল অ্যাক্রিডিটেশন অথরিটি (এস‌এস‌এএ) গঠনের মাধ্যমে আগামী এপ্রিল থেকে স্কুলগুলির মূল্যায়নের কাজ শুরু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, কোন কোন মানদণ্ডে স্কুলগুলির মূল্যায়ন করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। স্কুলগুলির পাওয়া র‍্যাঙ্ক অনুযায়ী তাদের আর্থিক অনুদানের ব্যবস্থা করবে সরকার, এমনও জানা গিয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “সিদ্ধান্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্কুলগুলির মান নির্ধারণের কাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দেওয়া হয়েছে। স্কুলগুলির মান বিচার করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। এতে স্কুলগুলির নিজেদের মান উন্নয়নের গুরুত্ব বাড়বে বলে আমি আশাবাদী।”

Advertisement

এ ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে‌। শুধু এই বিষয়গুলি নয়, পাশাপাশি আধুনিকরণ করা হয়েছে মর্ডান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও কম্পিউটার সায়েন্সের সিলেবাসও।

এই বিষয়গুলির প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে ‘বুটস্ট্র্যাপ’ প্রোগ্রাম ফের শুরু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইন ও অফলাইন দু’টি মোডেই কর্মশালায় যোগ দিতে পারবে পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement