— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতের আকাশে লুকিয়ে কত রহস্য— মহাকাশের ব্যপ্তি, ধ্রুবতারা, কালপুরুষের সন্ধানে হাজার প্রশ্ন। উত্তর খুঁজতে সাহায্য করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ স্পেস এডুকেশন অধীনস্থ ইন্ডিয়ান স্পেস অ্যাকাডেমি। ওই সংস্থার তরফে ‘উইন্টার ট্রেনিং অন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র মাধ্যমে ওই সমস্ত বিষয় হাতেকলমে শেখানো হবে।
যাঁরা কোনও বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন, তাঁরা ওই ইন্টার্নশিপে যোগদানের সুযোগ পাবেন। তবে, আগ্রহীদের কাছে ইন্টারনেট পরিষেবা-সহ ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকা প্রয়োজন। অনলাইনে পড়ুয়াদের ক্লাস এবং প্রজেক্ট ওয়ার্ক সম্পূর্ণ করতে হবে।
কোন কোন বিষয় শেখার সুযোগ?
জ্যোতিবিজ্ঞান, অ্যাস্ট্রোফিজ়িক্স, অ্যাডভান্সড ড্রোন টেকনোলজি, রিমোট সেন্সিং, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস)— এর মধ্যে যে কোনও একটি বিষয় বেছে নিতে পারবেন পড়ুয়া। এই সমস্ত বিষয় অনলাইন মাধ্যমে শেখার সুযোগ থাকছে। প্রতিটি বিষয়ের জন্য ১,০৮০ থেকে ১,১৪০টি আসন বরাদ্দ করা হয়েছে। ৪৫ থেকে ৬০ দিনের ক্লাস এবং প্রশিক্ষণ সম্পূর্ণ হবে।
শুধু ক্লাসই নয়, কোন কোন সময়ে কী ভাবে মহাকাশ পর্যবেক্ষণ করতে হয়, নক্ষত্রদের কী ভাবে চিহ্নিত করতে হয়, পর্যবেক্ষণ শেষে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের পদ্ধতি, ড্রোন প্রযুক্তিকে কী ভাবে ব্যবহার করতে হবে, রিমোট সেন্সিং-এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি কী ভাবে সম্ভব— এই সমস্ত বিষয়গুলি শেখাবেন দেশ ও বিদেশের বিশেষজ্ঞেরা।
তবে, প্রশিক্ষণের জন্য ফি হিসাবে ১,৭৫০ টাকা করে খরচ করতে হবে। আগ্রহীরা অনলাইনেই আবেদনপত্র জমা দিতে পারবেন। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ক্লাস এবং প্রশিক্ষণ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হতে চলেছে।