নিজস্ব চিত্র।
নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক। রাজ্যের গ্রুপ-ডি বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ এবং ২০০৯-এর দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি চাকরিপ্রার্থীর ঐক্যমঞ্চের তরফে যৌথ ভাবে আগামী ১৫ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
অভিযোগ, ২০০৯ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীরা। তার পর থেকে তাঁরা আর নিয়োগ পাননি। ২০০৯ দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি চাকরিপ্রার্থীর ঐক্যমঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস বলেন, "২০০৯ সালের পর থেকে এখনও পর্যন্ত নানা আইনি জটিলতার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা কোনও রকম সরকারি সহযোগিতাও পাচ্ছি না। অন্য জেলা হলেও আমরা দক্ষিণ ২৪ পরগনা বঞ্চিত। শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনের নামতে বাধ্য হচ্ছি।"
এখনও পর্যন্ত চাকরি না পাওয়া প্রার্থীদের দাবি, ২০০৯-এ প্রাথমিকে ৪,৭৯২ মতো শূন্য আসন ছিল। দু'টি ভাগে ১,৮৭০টি পদে নিয়োগ করা হয়। বাদবাকি পদে গত দু'বছর ধরে কোনও নিয়োগ নেই।
রাজ্য গ্রুপ ডি বঞ্চিত চাকরিপ্রার্থীর আহ্বায়ক আশিস খামরুই বলেন, "আমাদের রাজ্য গ্রুপ ডি পদে পরীক্ষা হয়েছিল ২০১৭-তে। আমাদের মেধাতালিকায় অস্বচ্ছতা ছিল। তার ফলে অপেক্ষমান প্রার্থীরা নিয়োগ পাননি। আমরা দীর্ঘ দিন নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান চালিয়েছি। এ বার আমরা নবান্ন অভিযান করছি।"
রাজ্য গ্রুপ-ডি পদে ৬ হাজার মতো শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এখনও পর্যন্ত ৫৮০টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে।