Higher Secondary First Part Results

অক্টোবরের শেষেই উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল! ঘোষণা হবে সম্ভাব্য মেধা তালিকাও

এ বছরই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। অক্টোবরের শেষে প্রথম সেমেস্টারের ফল প্রকাশ হবে। তার পর আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:১১
Share:

নিজস্ব চিত্র।

উৎসব মিটলেই উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল ঘোষণা হতে পারে। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদরে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মনে করা হচ্ছে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশ হবে।

Advertisement

এ বছরই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। অক্টোবরের শেষে প্রথম সেমেস্টারের ফল প্রকাশ হবে। তার পর আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।

এ প্রসঙ্গে চিরঞ্জীব বলেন, “সম্ভাব্য ৩১ অক্টোবর ফল প্রকাশ হবে। ওই দিন শতাংশের নিরিখে প্রথম ১০ জনের মেধা তালিকাও ঘোষণা করা হবে।”

Advertisement

প্রথম সেমেস্টারে একজন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত— তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে। এ ছাড়াও থাকবে মোট নম্বরের শতাংশের হার, বিষয় ভিত্তিক পার্সেন্টাইল। পরীক্ষার্থীরা উত্তীর্ণ না অনুত্তীর্ণ— তারও উল্লেখ থাকবে। তবে সেখানে মেধা তালিকার কোনও উল্লেখ থাকবে না বলে জানানো হয়েছে। চূড়ান্ত মেধা তালিকা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে। তখন পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপিও হাতে পাবে।

চলতি বছর উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার পরীক্ষা হয়েছে ওএমআরশিটে। সেই মূল্যায়নে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা। তাই পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করা সম্ভব হচ্ছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিক জানান। কখন, কী ভাবে ফলাফল দেখা যাবে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য ২২ অক্টোবর জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এ বছর প্রথম সেমেস্টারে অনুপস্থিত ছিল ৭৯,৫২৮ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারে সাপ্লিমেন্টারি হিসেবে পরীক্ষায় বসার সুযোগ থাকছে। যদিও এতে আখেরে সমস্যায় পড়বে পড়ুয়া, মনে করছেন শিক্ষকেরা। কারণ, সাপ্লিমেন্টারির পর তাদের আবার চূড়ান্ত পর্বের পরীক্ষায় বসতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement