Polytechnics Admission 2025

মাধ্যমিক উত্তীর্ণদের জন্য পলিটেকনিকে পড়ার সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ)-র তরফে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিশদ জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৬:২৮
Share:

প্রতীকী চিত্র।

পলিটেকনিক নিয়ে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রতি ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের তরফে পলিটেকনিকের জন্য শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

এ ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই), উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্স এবং স্বল্প সময়ের প্রশিক্ষণমূলক কোর্সে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। কারা ভর্তি হতে পারবেন, কী ভাবে আবেদন করা যাবে, কত দিনের জন্য় আবেদনের পোর্টাল চালু থাকবে, সেই বিষয়ে রইল বিস্তারিত।

যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা পলিটেকনিক নিয়ে পড়ার সুযোগ পাবেন। তবে প্রথম বর্ষের পাশাপাশি, দ্বিতীয় বর্ষেও সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তাঁদের বিজ্ঞান বিভাগের বিষয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

Advertisement

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই)-এর জন্য অষ্টম পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও মাধ্যমিক পাশ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে। উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্সের ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক।

অ্যাপ্রেন্টিসশিপ এবং স্বল্প সময়ের কোর্সের বিষয়ে বিশদে জানতে কারিগরি শিক্ষা বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। তবে, কারিগরি শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, পলিটেকনিক এবং আইটিআই-এ ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

১০ জুন পর্যন্ত অনলাইন পোর্টালের মাধ্যমে পলিটেকনিক, আইটিআই এবং উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক কোর্সের জন্য ভর্তি আবেদন গ্রহণ করা হবে। পলিটেকনিক এবং আইটিআই-তে ভর্তি হওয়ার জন্য আবেদনমূল্য হিসাবে যথাক্রমে ৪৫০ টাকা এবং ২০০ টাকা ধার্য করা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ এবং স্বল্প সময়ের কোর্সে সারাবছর প্রার্থীরা ভর্তির আবেদন জানাতে পারবেন। এর জন্য় আলাদা করে কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি। এ বিষয়ে বিশদ জানতে পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement