— প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রশিক্ষণের সময় কী শিখছেন, কতক্ষণ সময় দিচ্ছেন— সব তথ্য জমা পড়বে ই-ডায়েরিতে। কত টাকা ভাতা হিসাবে পাচ্ছেন, কত ক্ষণ প্রশিক্ষণ চলছে, সেই সবেও চলবে ডিজিটাল নজরদারি। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) ডিজিটাল পদ্ধতিতে আর্টিকেলড ট্রেনিদের উপর নজরদারি করার ব্যবস্থা করতে চলেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) নিয়ে পড়াশোনার সময় বাধ্যতামূলক ভাবে আর্টিকেলশিপ করতে হয় পড়ুয়াদের। সিএ হওয়ার প্রশিক্ষণের পাশাপাশি, কাজও করতে হয় ওই সময়। দু’বছরের ওই প্রশিক্ষণ বা কাজ সম্পূর্ণ করার পরই পড়ুয়া সিএ যোগ্যতা অর্জন করে থাকেন। এই সময় তাঁরা বুককিপিং, অ্যাকাউন্টিং,অডিটিং, ইনকাম ট্যাক্স, জিএসটি কমপ্লায়েন্স, কোম্পানি ল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্লায়েন্ট ডকুমেন্টেশন নিয়ে কাজ শেখার সুযোগ পেয়ে থাকেন।
আইসিএআই বোর্ড অফ স্টাডিজ়-এর তরফে প্রশিক্ষণ এবং কাজের উৎকর্ষ যাচাই করার জন্য ‘ডিজিটাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ডায়েরি’ শীর্ষক প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। তাতে ডিজিটাল পদ্ধতিতে সমস্ত তথ্য সংগ্রহ করার সুযোগ থাকছে।
আর্টিকেলশিপ যথাযথ এবং স্বচ্ছ ভাবে চলছে কি না, তাতে নজরদারি রাখতেই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এ ছাড়াও কোন পড়ুয়া কোন কাজে কতটা দক্ষ হয়ে উঠছে, তার মূল্যায়নও ওই প্ল্যাটফর্মে থাকা তথ্য থেকেই করা হবে। তা ছাড়াও নিয়মবিধি ভঙ্গ করে কেউ প্রশিক্ষণ নিচ্ছেন কিনা, তাতেও নজরদারি করা হবে।
এর জন্য যে সমস্ত পড়ুয়া জানুয়ারি মাস থেকে আর্টিকেলশিপ শুরু করেছেন, তাঁদের প্রতি ১৫ দিন অন্তর তথ্য জমা দিতে হবে। সমস্ত তথ্য জমা দেওয়া পর তার রিপোর্ট তৈরি করবেন বিশেষজ্ঞেরা। কোনও তথ্য সম্পর্কে কোনও সমস্যা থাকলে তা সংশোধনের জন্য সাত দিনের সময়সীমা বরাদ্দ করা হয়েছে।