ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। ছবি: সংগৃহীত।
বৈদ্যুতিন প্রযুক্তির নকশা বানানোর কৌশল স্নাতকোত্তর পর্বেই শেখার সুযোগ করে দিচ্ছে রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ভিএলএসআই ডিজ়াইন (ভেরি লার্জ-স্কেল ইন্টিগ্রেশন ডিজ়াইন) এবং এমবেডেড সিস্টেমস নিয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্স করাচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। তবে এই ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকের সর্বভারতীয় প্রবেশিকা গেট-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়।
কারা ভর্তি হতে পারবেন?
আইআইটি, কল্যাণীর তরফে জানা গিয়েছে, চার বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। বিষয়গুলি হল— ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তবে এর সমতুল বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি থাকলেও উল্লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন।
ভিএলএসআই ডিজ়াইন এবং এমবেডেড সিস্টেমস কী?
কম্পিউটার, মোবাইল ফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র বা যন্ত্রাংশের হার্ডওয়্যার তৈরি করার জন্য ভিএলএসআই ডিজ়াইনের প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে ওই নকশা সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও শিল্পের কাজেও ব্যবহার করা শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ে কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে প্রশিক্ষণমূলক শিক্ষার জন্য স্নাতকোত্তর স্তরে কোর্স চালু করা হয়েছে। দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি, রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি পড়ানো হয়ে থাকে।
কী কী শেখাবে আইআইআইটি, কল্যাণী?
চারটি সেমিস্টারে অ্যানালগ এবং ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ডিভাইস, এমবেডেড সিস্টেম কী ভাবে কাজ করে, এদের কার্যপদ্ধতি, ব্যবহারের কৌশল সম্পর্কে শেখানো হবে। হাতেকলমে ল্যাবরেটরিতেও ক্লাস চলবে। কোর্সের ক্লাস সম্পূর্ণ হওয়ার পর একাধিক প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের মেধা এবং কর্মদক্ষতা যাচাই করে নেওয়া হবে।
এ ছাড়াও প্রতিষ্ঠানের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের তরফে কাজের সুযোগ পেতে হলে কী কী বিষয়ে দক্ষতা প্রয়োজন, তার প্রশিক্ষণও দেওয়া হবে।
আসনসংখ্যা:
মোট ২৮টি আসনে উল্লিখিত কোর্সটিতে পড়ুয়াদের ভর্তি নেবে আইআইআইটি, কল্যাণী।
খরচ কত?
প্রতি সেমিস্টার পিছু ৫৩,৬৮০ টাকা, ভর্তি হওয়ার সময় ১০,৭০০ টাকা এবং হস্টেল ফি হিসাবে মোট ৬১,৬২০ টাকা খরচ পড়বে।
কী ভাবে ভর্তির আবেদন করবেন?
আইআইআইটি, কল্যাণীর ওয়েবসাইটে (iiitkalyani.ac.in) প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তিতে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। তাতেই সমস্ত নথি একটি পিডিএফ ফাইলে রেখে আবেদনের জন্য জমা দিতে হবে। ডাকযোগেও একই ভাবে আবেদন পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের সমস্ত নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ২২ অগস্ট।