IIT Guwahati Admission 2025

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বায়োমেডিক্যাল সায়েন্স পড়ার সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

বিজ্ঞান শাখার বিষয় নিয়ে দ্বাদশ উত্তীর্ণরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৪:৫১
Share:

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটির তরফে বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়টি ওই ডিগ্রি কোর্সের অধীনে পড়ানো হবে। মোট ২০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement

২০২৪ কিংবা ২০২৫-এ দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি নেওয়া হবে। তবে এর জন্য দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা থাকা প্রয়োজন এবং ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। প্রার্থীদের যোগ্যতা যাচাই আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট-এর মাধ্যমে নেওয়া হবে।

বিভিন্ন ধরনের মেডিক্যাল ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের কৌশল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পদ্ধতি সম্পর্কিত বিষয় এই বিশেষ ডিগ্রি কোর্সের মাধ্যমে শেখানো হবে। এ ছাড়াও বিশেষজ্ঞদের থেকে পড়ুয়ারা হাতে কলমে প্রশিক্ষণ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় পরামর্শও পাবেন।

Advertisement

অনলাইনে আগ্রহীদের আবেদন জানাতে হবে। মহিলা, তৃতীয় লিঙ্গ এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত প্রার্থীদের ৩০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। টিউশন ফি হিসাবে ১ লক্ষ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ দিন ২৬ মে। জুন মাস থেকে বাছাই পর্ব শুরু হবে। রেজিস্ট্রেশন ২০ জুলাই থেকে এবং ক্লাস ২৩ জুলাই থেকে শুরু হতে পারে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement