DVC Recruitment 2025

সিনিয়র এক্সপার্ট পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালি কর্পোরেশনে

নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে এক লক্ষ ৭৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:৪৭
Share:

দামোদর ভ্যালি কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে সিনিয়র এক্সপার্ট, এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

নিযুক্তদের জেনারেশন, ডিস্ট্রিবিউশন এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতে হবে। তাই তাঁদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এক্সপার্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের জেনারেল ম্যানেজার পদে এবং সিনিয়র এক্সপার্ট পদের ক্ষেত্রে বোর্ড মেম্বার পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে।

প্রার্থীদের থার্মাল পাওয়ার প্লান্টে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অন্তত ৩০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে এক লক্ষ ৭৫ হাজার টাকা থেকে দু’লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement

প্রাথমিক ভাবে দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement