রাজপুরের বাড়ি থেকে উদ্ধার সেই নোট সাঁটানো কাগজ। — নিজস্ব চিত্র।
ভাড়াবাড়িতে বসে চলছিল জালনোট ছাপানো। সেইমতো সব রকম ব্যবস্থা ছিল। সোনারপুরের রাজপুরে সেই চক্রের হদিস পেল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেফতার করা হল তিন জনকে। দাশানি পাড়ার রামকৃষ্ণ পল্লির ওই বাড়ি থেকে তিনটি স্ক্যানার-রঙিং প্রিন্টার যন্ত্র-সহ প্রায় ১৫ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। ২৮ জানুয়ারি পর্যন্ত তিন জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অলোক নাথ ওরফে বাপি, অয়ন নাগ, শ্যামবাবু পাসোয়ান। ৫৮ বছরের অলোক এবং ৩৩ বছরের অয়ন সোনারপুরের বাসিন্দা। ৩৬ বছরের শ্যাম টিটাগড়ের বাসিন্দা। বুধবার পাটুলি এলাকা থেকে তাঁদের জালনোট সমেত গ্রেফতার করা হয়। তাঁদের থেকে প্রায় ৯,২০০ টাকার জালনোট উদ্ধার করে পুলিশ।
অলোক এবং অয়নকে জেরা করে পুলিশ রামকৃষ্ণ পল্লিতে সেই বাড়িতে পৌঁছোয় পুলিশ। সেটি অলোক ভাড়া নিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সেখানে গিয়েই জালনোট ছাপানোর সরঞ্জামের হদিস পায় পুলিশ। ৫০০, ২০০, ১০০ টাকার জাল নোটও উদ্ধার করে তারা, যেগুলির মোট মূল্য প্রায় ১৫,২০০ টাকা। তা ছাড়াও তিনটি স্ক্যানার-প্রিন্টার, একটি সাদা পাতা, যেখানে তিনটি ৫০০ টাকার নোটের এক দিক এবং তিনটি ৫০০ টাকার নোটের অপর দিক সাঁটানো রয়েছে। ১০০ এবং ২০০ টাকার নোট ছাপানোর পাতাও মিলেছে। সেই সঙ্গে সবুজ পেনও উদ্ধার করেছে পুলিশ।