GATE 2026 Admit Card

প্রকাশিত গেট-এর অ্যাডমিট কার্ড, কোন ওয়েবসাইট থেকে কী ভাবে সংগ্রহ করা যাবে?

পরীক্ষার জন্য ২ জানুয়ারি অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাতকারণে ওই দিন অ্যাডমিট কার্ড প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪২
Share:

আইআইটি গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

অবশেষে প্রকাশিত হল চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট-এর অ্যাডমিট কার্ড। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

Advertisement

আইআইটি গুয়াহাটির তরফে আগামী ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি গেট-এর আয়োজন করা হবে। পরীক্ষার জন্য ২ জানুয়ারি অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাতকারণে ওই দিন অ্যাডমিট কার্ড প্রকাশ স্থগিত রাখা হয়। বিজ্ঞপ্তিতে কোনও কারণও উল্লেখ করা হয়নি। জানানো হয়নি অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণও। মঙ্গলবার, প্রায় এক সপ্তাহের বেশি সময় পর প্রকাশ করা হল পরীক্ষার অ্যাডমিট কার্ড।

কী ভাবে সংগ্রহ করবেন?

Advertisement

১। পরীক্ষার্থীদের গেট-এর ওয়েবসাইট gate2026.iitg.ac.in-এ যেতে হবে।

২। এর পর ‘গোঅ্যাপস’ লিঙ্কে গিয়ে নিজেদের এনরোলমেন্ট আইডি বা ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে।

৩। এর পর স্ক্রিনে গেট-এর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি দেখা যাবে।

৪। সেখান থেকেই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে নিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড বা অন্য কোনও সচিত্র প্রমাণপত্র। নইলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না।

উল্লেখ্য, বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট প্রবেশিকার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে দেশের বিভিন্ন আইআইটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement