আইএসিএস। ছবি: সংগৃহীত।
রসায়নে গবেষণাধর্মী কাজের সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি প্রকল্পের জন্য গবেষক নিয়োগ করা হবে। ইচ্ছুকদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর জন্য এই নিয়োগ। ইনঅরগ্যানিক এবং বায়োইনঅরগ্যানিক কেমিস্ট্রির উপর গবেষণামূলক কাজ হবে।
প্রকল্পের জন্য একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। তাঁকে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কেমিক্যাল সায়েন্সেস বা কেমিস্ট্রিতে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি ইনঅরগ্যানিক বা বায়োইনঅরগ্যানিক কেমিস্ট্রিতে গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে।
আগামী ২৪ জানুয়ারির মধ্যে প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি তথ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।