AAI Recruitment 2026

দেশের উত্তর-পূর্বাঞ্চলে কর্মী খুঁজছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র, বেতন কাঠামো কেমন?

বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:২৭
Share:

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

দেশের উত্তর পূর্বাঞ্চলে কর্মী নিয়োগ করবে এয়ারপোর্টস অথিরিটি অফ ইন্ডিয়া (এএআই)। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচআর) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ১৪। নিয়োগের পর ১৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ চলবে কর্মীদের। প্রশিক্ষণ চলাকালীন বৃত্তির পরিমাণ হবে ২৫,০০০ টাকা। এর পর জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের বেতনক্রম হবে মাসে ৩১,০০০-৯২,০০০ টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের বেতনকাঠামো হবে মাসে ৩৬,০০০ থেকে ১,১০,০০০ টাকা।

বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

Advertisement

পদ অনুযায়ী, কম্পিউটার নির্ভর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের ১০০০ টাকা জমা দিতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement