পটনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিহারের পটনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ। বিশ্ববিদ্যালয় থেকে কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখার নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পড়ুয়ারা। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ২৮টি বিষয়ে পিএইচডি করার সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— হিন্দি, ইংরেজি, সংস্কৃত, অর্থনীতি, মনোবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, প্রাচীন ভারতের ইতিহাস, সঙ্গীত, আইন, পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, বাণিজ্য, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত-সহ বেশ কিছু বিষয়। এর মধ্যে রসায়ন বিভাগেই রয়েছে সর্বাধিক আসন— ৮৯টি।
পিএইচডি-তে আবেদনকারীদের জন্য ইউজিসি নির্ধারিত যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, নেট বা বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ২১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।