প্রতীকী চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
নিয়োগ হবে অফিসার ইন চার্জ, কাউন্সেলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কেস ওয়ার্কার, প্রবেশন অফিসার, হাউস ফাদার, প্যারা মেডিক্যাল স্টাফ, স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট, কুক, হেল্পার-কাম-নাইট ওয়াচম্যান এবং হাউস কিপার পদে। মোট শূন্যপদ ২৬টি। তাঁদের জেলার সরকারি চাইল্ড কেয়ার ইনস্টিটিউট-এ কাজের সুযোগ মিলবে।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হলেই সমস্ত পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৩৩,১০০ টাকা।
হাউস ফাদার পদে কাজের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পর কোনও চাইল্ড কেয়ার প্রকল্প বা ইনস্টিটিউটে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। একই ভাবে অন্য পদগুলির জন্যও রয়েছে আলাদা মাপকাঠি।
আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। প্রার্থীরা চাইলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগেও আবেদন জানাতে পারবেন। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন, এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।