রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।
রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এর একটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় ম্যানেজেরিয়াল পদে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় গ্রুপ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে। ইলেকট্রিক্যাল বিভাগে একজন এই পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের প্রথমে দিল্লি বা নয়া দিল্লিতে পোস্টিং দেওয়া হবে। এর পর দেশের অন্য শহরে স্থানান্তর করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অফিসারেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে। নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের ১৩ এবং ১৪ বেতনকাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
চাকরিপ্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।