IISWBM Admission 2026

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাবলিক সিস্টেমে এমবিএ-র সুযোগ, চলছে ভর্তি

কোর্সটি কেন্দ্রের অল ইন্ডিয়া কাউন্সিল অফ ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৬:৩৭
Share:

প্রতীকী চিত্র।

বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার ব্যবস্থাপনার দায়িত্বে থাকার জন্য অনেকে এমবিএ কোর্স করে। সেই কোর্সের জন্যই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এ। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে পাবলিক সিস্টেম-এ এমবিএ করার সুযোগ মিলবে। কোর্সটি কেন্দ্রের অল ইন্ডিয়া কাউন্সিল অফ ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত। দু’বছরের এই স্নাতকোত্তর কোর্সে স্পেশ্যালাইজ়েশন করা যাবে এনার্জি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, হেল্‌থকেয়ার অ্যান্ড হসপিট্যাল ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট-এ।

সামাজিক উন্নয়নের জন্য জনপ্রশাসনের বিভিন্ন দিক সামাল দেওয়ার দক্ষতা বৃদ্ধির জন্যই পাঠক্রমটি পড়ানো হবে। দু’বছরের কোর্সটি মোট ফি-র পরিমাণ ৫ লক্ষ ১৫ হাজার টাকা। কোর্সের ক্লাস শুরু আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে।

Advertisement

কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রাপকেরা। ভর্তির ক্ষেত্রে প্রাথমিক ভাবে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে ক্যাট, ম্যাট, এটিএমএ, সিম্যাট, জেইম্যাট, গেট বা জিম্যাট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে। এর পর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের মূল্যায়ন করা হবে।

আগ্রহীদের অনলাইন বা অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement