নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সময়োপোযোগী দু’টি বিষয়ে বিশেষ পাঠ দেবে রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হল প্রতিষ্ঠানের তরফে। স্নাতকের পাশাপাশি অনলাইনেই বিষয়গুলি যাতে পড়া যায়, সে জন্যই এই উদ্যোগ বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে সাইবার সুরক্ষা এবং কর্মক্ষেত্রে ইংরেজি কথোপকথনের দক্ষতার বিষয়ে পাঠ দেওয়া হবে। সরকারি স্বয়ম প্ল্যাটফর্মে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক)-এর অধীনে এই দু’টি বিষয় অনলাইনে পড়ানো হবে। জাতীয় শিক্ষানীতির ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক মেনে কোর্স শেষে নির্দিষ্ট ক্রেডিট নম্বর যোগ হবে পড়ুয়াদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ব্যাঙ্কে।
সাইবার সুরক্ষার বিষয়ের পাঠ দেওয়া হবে ১২ সপ্তাহব্যাপী। অন্য দিকে, কর্মক্ষেত্রে ইংরেজি কথোপকথনে স্বচ্ছন্দ হওয়ার জন্য ১৫ সপ্তাহব্যাপী অনলাইন ক্লাস চলবে।
চলতি বছরে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতকে পাঠরতেরা কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্মের লিঙ্ক পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।