IIEST Shibpur Recruitment 2026

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট খুঁজছে আইআইইএসটি শিবপুর, কোন বিভাগে কাজের দায়িত্ব থাকবে?

সাম্মানিক হবে মাসে ৩৫,১০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও ভাতা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫০
Share:

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে কাজের সুযোগ মিলবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)। প্রতিষ্ঠানের একটি সেন্টারে কর্মী প্রয়োজন। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের সেন্টার ফর হেল্‌থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গবেষণার কাজ হবে। বিষয়— ‘অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং অফ বায়োলজিক্যালি ফাংশনাল ওরাল মিউকোসা মিউকোসা গ্রাফটস উইথ ল্যাব-অন-চিপ ইন্টারফেস’। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

প্রকল্পে একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাঁকে পাঁচ বছর প্রকল্পে কাজ করতে হবে। সাম্মানিকের হবে মাসে ৩৫,১০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও ভাতা দেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে প্রয়োজন বিজ্ঞানে স্নাতক যোগ্যতা অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা। এ ছাড়া বাকি যোগ্যতার কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৪ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ১৫ জানুয়ারি দুপুর ১টা থেকে প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement