প্রতীকী চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রার্থীরা শুক্রবার থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
জেলায় নিয়োগ হবে নিউট্রিশনিস্ট, ফার্মাসিস্ট, কাউন্সেলর, টেকনিক্যাল সুপারভাইসর এবং ল্যাব টেকনিশিয়ান পদে। শূন্যপদ ১১টি। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নানা পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা।
নিউট্রিশনিস্ট পদে আবেদন জানাতে ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৪ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।