WB Govt Job Recruitment 2025

বিধাননগরের স্বাস্থ্যভবনে কর্মীর খোঁজ, কোন পদে, কেমন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সংক্রামক রোগ রোধের একটি প্রকল্পে কাজ করতে হবে নিযুক্তকে। প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টিগ্রেটেড ডিজ়িজ় সার্ভেলেন্স প্রোগ্রাম-কমিউনিকেবেল ডিজ়িজ়-এর জন্য নিয়োগ হবে। একজন কর্মী নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট পদে। তাঁকে রাজ্যের বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়া হবে। মাসিক বেতনের পরিমাণ হবে মাসে ৪০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের মেডিক্যাল মাইক্রোবায়োলজি বা মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। যাঁদের এমফিল বা পিএইচডি এবং পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারা দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

প্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement