AIBE 20 Final Answer Key 2025

এআইবিই-র চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল বার কাউন্সিল, চারটি সেট থেকে বাতিল ২০টি প্রশ্ন

গত ৩০ নভেম্বর দেশ জুড়ে আইবিই-র বিংশতম সংস্করণের আয়োজন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৪:০৪
Share:

প্রতীকী চিত্র।

গত বছরের শেষ দিকে আইনজীবী হিসাবে পেশাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা অল ইন্ডিয়া বার এগ্‌জ়ামিনেশন (এআইবিই)-র আয়োজন করা হয়। পরীক্ষার এক মাসেরও বেশি সময় পর প্রকাশ হয়েছে চূড়ান্ত ‘আনসার কি’। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই ‘আনসার কি’ প্রকাশ করেছে কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)।

Advertisement

গত ৩০ নভেম্বর দেশ জুড়ে আইবিই-র বিংশতম সংস্করণের আয়োজন করা হয়। অফলাইন পরীক্ষা হয় একটিই শিফটে। সেই পরীক্ষারই চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। একইসঙ্গে জানানো হয়েছে, শীঘ্রই পরীক্ষার ফলাফল এবং স্কোরকার্ডও প্রকাশ করা হবে।

গত ৩ ডিসেম্বর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়। এর পর পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ‘আনসার কি’। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চূড়ান্ত ‘আনসার কি’-তে প্রশ্নপত্রের ‘এ’ ‘বি’ ‘সি’ ‘ডি’-এর চারটি সেট থেকেই পাঁচটি প্রশ্ন বাতিল করা হয়েছে। অর্থাৎ মোট ২০টি প্রশ্ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

Advertisement

কী ভাবে চূড়ান্ত ‘আনসার কি’ দেখবেন?

১। পরীক্ষার্থীদের allindiabarexamination.com -এ যেতে হবে।

২। ওয়েবসাইটের হোমপেজ থেকে ‘এআইবিই ২০ ফাইনাল আনসার কি’-র লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এ বার সে লিঙ্কে ক্লিক করলেই ‘আনসার কি’ দেখে ডাউনলোড করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement