প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করবে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল)। সোমবার ঘোষণা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। প্রার্থীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় একজন অ্যাডভাইসর (ই অ্যান্ড এম) নিয়োগ করা হবে। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর, যা পরবর্তীকালে কাজের প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে বাড়ানো হতে পারে। গ্রেড অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১,০০,০০০ টাকা বা ১,২০,০০০ টাকা।
আবেদনকারীদের ৬০ থেকে ৬৫ বছর বয়স হতে হবে। পাশাপাশি, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। অবসরগ্রহণ করতে হবে কোল ইন্ডিয়া বা তার ভর্তুকিপ্রাপ্ত সংস্থা অথবা কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১৫ জানুয়ারি আবেদনের শেষ দিন।