প্রতীকী চিত্র।
এমস-সহ একাধিক সরকারি হাসপাতালে নার্সিং অফিসার নিয়োগের জন্য জাতীয় স্তরে আয়োজন করা হয় নরসেট-এর। চলতি বছরেও এমস-এর তরফে আয়োজন করা হবে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (নরসেট)। সোমবার ঘোষণা হয়েছে পরীক্ষা দিনক্ষণ।
চলতি বছরে নরসেট-এর দশম সংস্করণের আয়োজন করা হবে। দু’টি ধাপে সিবিটি মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১১ এপ্রিল। পরীক্ষার ফল ঘোষণা করা হবে ১৬ এপ্রিল। এর পর দ্বিতীয় ধাপের মেন পরীক্ষা হবে ৩০ এপ্রিল। যার ফল ঘোষণা করা হবে ১১ মে। দু’টি পরীক্ষাতেই থাকবে এমসিকিউধর্মী প্রশ্ন। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা ভাবে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।
আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য বয়ঃসীমায় ছাড় থাকবে। যাঁদের ইন্ডিয়ান বা স্টেট মেডিক্যাল কাউন্সিল দ্বারা স্বীকৃত বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, তাঁরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবার জেনারেল নার্সিং মিডওয়াইফারি-তে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে ডিপ্লোমা থাকলে দু’বছর কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীদের এ জন্য এমস-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ২,৪০০ টাকা এবং অসংরক্ষিতদের ৩,০০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের দিনক্ষণ এখনও জানানো হয়নি।