NEET UG 2026

নিট ইউজি-র দিন ঘোষণা হয়নি, তার আগেই পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা এনটিএ-র

রেজিস্ট্রেশনের সময় যাতে কোনও জটিলতার সৃষ্টি না হয়, সে জন্যই জারি করা হয়েছে নয়া নির্দেশিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৯
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছর মেডিক্যালের স্নাতকে ভর্তির আবেদন শুরুর আগেই পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র। রেজিস্ট্রেশনের সময় যাতে কোনও জটিলতার সৃষ্টি না হয়, সে জন্য সমস্ত প্রয়োজনীয় নথি আগে থেকেই আপডেট করে নিতে হবে।

Advertisement

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা নয়া নির্দেশিকায় জানিয়েছে, চলতি বছরের নিট ইউজি পরীক্ষা এবং রেজিস্ট্রেশন শীঘ্রই জানানো হবে। তার আগে পরীক্ষার্থীদের আধার কার্ড-এর সমস্ত নথি আপডেট করে নিতে হবে। আধার কার্ডে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি, ঠিকানা, বায়োমেট্রিক তথ্য যাতে সঠিক ভাবে উল্লেখ করা থাকে, তা দেখে নিতে হবে। আধার কার্ডে কোনও ভুল থাকলে, নির্ধারিত নিয়ম মেনে myaadhaar.uidai.gov.in. or uidai.gov.in -ওয়েবসাইটে গিয়ে তা সংশোধন করে নিতে হবে।

যাঁরা বিশেষ ভাবে সক্ষম, তাঁদের ইউনিক ডিজ়েবিলিটি আইডেন্টিটি কার্ড (ইউডিআইডি)-এর সমস্ত তথ্য খতিয়ে দেখে নিতে হবে। প্রয়োজনে আপডেট করে নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি, পিছিয়ে পড়া জনজাতি ভুক্ত পরীক্ষার্থীদের জন্য। তাঁদেরও জাতি শংসাপত্রের সমস্ত ভুল সংশোধন করে তা আপডেট করতে হবে।

Advertisement

এনটিএ জানিয়েছে, সঠিক নথি আপলোড করা না হলে রেজিস্ট্রেশনের সময় অযথা জটিলতা তৈরি হয়। অনেক সময় আবেদনপত্র বাতিল করতে হয় অথবা আবার নতুন করে আবেদন জমা দিতে হয়। সেই সমস্যা এড়াতেই আগেভাগে পরীক্ষার্থীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই এনটিএ-র তরফে জাতীয় স্তরে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র আয়োজন করা হয়। বিগত বছরগুলিতে প্রতি বছর মে মাসেই পরীক্ষার আয়োজন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement