আইআইএম আমদাবাদ। ছবি: সংগৃহীত।
কৃত্রিম মেধা, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সকে কী ভাবে বাণিজ্যিক ক্ষেত্রে কাজে লাগানো যায়, এ বার সেই বিষয়ের পাঠ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) আমদাবাদ। বিভিন্ন সংস্থায় কর্মরতদের জন্য এই কোর্স করানো হবে প্রথম সারির এই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তরফে।
আইআইএম আমদাবাদের তরফে বিজ়নেস অ্যানালিটিক্স এবং এআই-এর ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষের জন্য চালু এই স্নাতকোত্তর কোর্সের মেয়াদ দু’বছর।
কর্মরতেরা যাতে নানা সংস্থায় কাজ করতে করতেই কোর্স করতে পারেন, সে জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই করানো হবে। কোর্সের ৮০ শতাংশ ক্লাস হবে অনলাইনে। এরপর কিছু দিন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্লাসের আয়োজন করা হবে। শুধুমাত্র ক্লাস লেকচারের মাধ্যমে পাঠ দেওয়া হবে না। পড়ুয়াদের বিভিন্ন কেস স্টাডিজ়, গ্রুপ প্রোজেক্ট, গবেষণাভিত্তিক কাজ করতে হবে।
আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। এর পর ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন ক্যাট, জিম্যাট বা জিআরই স্কোরও। এ ছাড়া অন্য যোগ্যতা থাকলেও সংশ্লিষ্ট কোর্সে আবেদন করা যাবে।
কোর্সে ভর্তির জন্য পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।