AIBE 20 Result 2025

প্রকাশিত এআইবিই-র ফলাফল, আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জনের পরীক্ষায় পাশের হার কত?

দেশের ৫৬ টি শহরের ৩৯৯টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৫
Share:

প্রতীকী চিত্র।

চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশের পর ঘোষণা করা হল অল ইন্ডিয়া বার এগ্‌জ়ামিনেশন (এআইবিই)-এর ফলাফল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)-এর তরফে বুধবার রাতেই ফলপ্রকাশ করা হয়েছে।

Advertisement

আইনজীবী হিসাবে পেশাগত যোগ্যতা অর্জনের পরীক্ষা এআইবিই-র বিংশতম সংস্করণের আয়োজন করা হয় গত বছর ৩০ নভেম্বর। দেশের ৫৬ টি শহরের ৩৯৯টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। মোট ২,৫১,৯৬৮ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ১,৬৫,৬১৩ পুরুষ, ৮৬,৩৩৬ জন মহিলা এবং ১৯ জন রূপান্তরকামী। পরীক্ষায় উত্তীর্ণ ১,৭৪,৩৮৬ জন এবং অনুত্তীর্ণ ৭৭,৫৭৯ জন। অর্থাৎ পাশের হার ৬৯.২১ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১,১৩,০৬৩ জন পুরুষ, ৬১,৩১০ মহিলা এবং ১৩ জন রূপান্তরকামী।

এআইবিই পরীক্ষায় জাতিগত পরিচয়ের ভিত্তিতে অসংরক্ষিতরাই এগিয়ে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের মধ্যে অনগ্রসর শ্রেণিভুক্তদের পরে রয়েছে তফশিলি জাতি এবং উপজাতির পরীক্ষার্থীরা।

Advertisement

কী ভাবে ফলাফল দেখবেন?

১। পরীক্ষার্থীদের allindiabarexamination.com-এ যেতে হবে।

২। ওয়েবসাইটের হোমপেজ থেকে রেজ়াল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। সেখানে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করলেই মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।

৪। পরীক্ষার্থীরা সেই মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement