এডসিল। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (এডসিল)-এ কাজের সুযোগ। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থায়। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। চলতি বছরেই নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর। শিক্ষানবিশ থাকাকালীন প্রতি মাসে ১৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে নিযুক্তদের।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, প্রার্থীদের কোনও স্বীকৃত এআইসিটিই বা ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বিটেক ডিগ্রি, বিকম ডিগ্রি, সিএ (ইন্টারমিডিয়েট), সিএমএ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এ বিবিএ থাকতে হবে। যাঁদের বিএমএস, বিবিএ (জেনারেল), ইংরেজি, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যায় বিএ ডিগ্রি আছে, তাঁরাও আবেদন করতে পারবেন উল্লিখিত পদে।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পরে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটিও সমস্ত তথ্য-সহ পূরণ করতে হবে। আগামী ১৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে।