IIT Kharagpur Courses 2025

অনলাইনে বিশেষ কোর্স করাবে আইআইটি খড়্গপুর, আবেদনের শর্তাবলি কী?

মে মাসের তৃতীয় সপ্তাহে এই কোর্স করানো হবে। ক্লাস করাবেন রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল-এর বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪০
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ব্যবসা এবং মানবাধিকার নিয়ে বিশেষ কোর্স করার সুযোগ। এই কোর্সটি করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল-এর তরফে ক্লাস করানো হবে। কোর্সের নাম ‘ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন বিজ়নেস অ্যান্ড হিউম্যান রাইটস’।

Advertisement

অনলাইনে ক্লাস করানো হবে। মোট ৬০ ঘন্টার মধ্যে সম্পূর্ণ হবে ক্লাস। সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে গ্লোবাল ভ্যালু চেনস, জলবায়ু পরিবর্তন, মেধাস্বত্ব অধিকার সংক্রান্ত বিষয়গুলি শেখানো হবে। এ ছাড়াও হিউম্যান রাইটস ইকোনমি নিয়েও আলোচনা করা হবে।

এই কোর্সের জন্য কারা আবেদনের সুযোগ পাবেন, সেই সম্পর্কিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্স ফি হিসাবে ফ্যাকাল্টি মেম্বারদের ২,০০০ টাকা, গবেষকদের ১,৫০০ টাকা, স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের ১,০০০ টাকা এবং কর্মরত আধিকারিকদের ২,০০০ টাকা জমা দিতে হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ৯ মে। ক্লাস করানো হবে ১১ মে থেকে ১৭ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement