IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে আইসিএমআরের প্রকল্পে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,৪০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৯:৪৭
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

দেশের গ্রামাঞ্চলে রোগীদের কী ধরনের পরিবহণ ব্যবস্থা এবং কী ধরনের মেডিক্যাল পরিষেবার মাধ্যমে হাসপাতাল বা স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে গবেষণার কাজ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। আর সেই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীরা অনলাইনেই এই প্রকল্পে কাজের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘স্মার্ট মেডিক্যাল কেয়ার সিস্টেম ফর সেফার ট্রান্সপোর্টেশন অফ পেশেন্টস ইন রুর‍্যাল এরিয়া’। প্রকল্পটির কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। যা পরবর্তী কালে আরও ১০ মাস বাড়ানো হতে পারে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,৪০০ টাকা।

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে বিই বা বিটেক এবং তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদন মূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ১৬ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement