আইআইএফটি। ছবি: সংগৃহীত।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)-এ ভর্তির আবেদনের মেয়াদ বাড়াল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে দু’টি বিষয়ে এমবিএ করানো হবে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। যা বর্তমানে বাড়িয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
আইআইএফটি-র তরফে ইন্টারন্যাশনাল বিজ়নেস এবং বিজ়নেস অ্যানালিটিক্স বিষয়ে এমবিএ করানো হবে। ইন্টারন্যাশনাল বিজ়নেস-এ এমবিএ-এর জন্য দিল্লি এবং কলকাতা ক্যাম্পাসে আলাদা ভাবে রয়েছে ২৪০টি শূন্য আসন। বাকি ক্যাম্পাসগুলিতেও মিলিত ভাবে আরও ২৪০টি আসন রয়েছে। তবে বিজ়নেস অ্যানালিটিক্স-এর জন্য শুধু দিল্লি ক্যাম্পাসেই ৬০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
দু’টি কোর্সেই আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। তবে ইন্টারন্যাশনাল বিজ়নেস-এ এমবিএ-তে আবেদন করতে পারবেন স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণেরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিজ়নেস অ্যানালিটিক্সে এমবিএ-র জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।
উভয় কোর্সের জন্যই চলতি বছরের ক্যাট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোর্স এবং জাতি পরিচয়ের ভিত্তিতে আবেদনমূল্যের পরিমাণ হবে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বাধিক ৩০০০ টাকা।