প্রতীকী চিত্র।
চলতি মাসের শুরুতেই বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে উচ্চশিক্ষার জন্য কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়। সোমবার থেকে সেই ‘আনসার কি’ চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এমনটাই ঘোষণা করা হয়েছে আইআইএম কোজ়িকোড়ের তরফে।
গত ৪ ডিসেম্বর পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়। কোনও প্রশ্নের উত্তর ভুল মনে হলে পরীক্ষার্থীরা তা চ্যালেঞ্জ করতে পারবেন ৮ থেকে ১০ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে। এর পর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হবে। তার পর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফলপ্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছর প্রতি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের গত বছরের তুলনায় বেশি টাকা দিতে হবে। গত বছর প্রশ্ন পিছু চ্যালেঞ্জ জানানোর জন্য বরাদ্দ ফি ছিল ১২০০ টাকা। যা বেড়ে হয়েছে ১৫০০ টাকা।
কী ভাবে উত্তর চ্যালেঞ্জ করবেন?
১) পরীক্ষার্থীদের ক্যাট-এর ওয়েবসাইট iimcat.ac.in-এ যেতে হবে।
২) এর পর হোমপেজ থেকে লগ ইন আইডি দিতে হবে।
৩) লগ আইডি দিয়ে ঢুকলেই ‘অবজেকশন ফর্ম’-এর ট্যাব দেখা যাবে।
৪) সেখানে প্রশ্ন নির্বাচন করে আপত্তি জানাতে হবে।
৫) জমা দিতে হবে বরাদ্দ ফি।
৬) এর পর ফর্ম জমা দিয়ে তা ডাউনলোড করে রাখতে হবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দেশ জুড়ে ম্যানেজমেন্টের প্রবেশিকা পরীক্ষা ক্যাট-এর আয়োজন করা হয়। চলতি বছরে পরীক্ষা আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোজ়িকোড়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার। মোট তিনটি পর্বে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে আয়োজন করা হয় ক্যাট-এর।