IIM Kozikode PhD Admission 2025

ম্যানেজমেন্টে পিএইচডি-র সুযোগ, কোন আইআইএম-এর তরফে শুরু হয়েছে আবেদন গ্রহণ?

কোর্সগুলি করার সুযোগ পাবেন গবেষণায় ইচ্ছুক পড়ুয়া থেকে নানা সংস্থায় কর্মরতরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০
Share:

আইআইএম কোজ়িকোড়। ছবি: সংগৃহীত।

ম্যানেজমেন্টের একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কোজ়িকোড়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

Advertisement

মোট তিনটি বিষয়ে পিএইচডি প্রোগ্রামে গবেষণার সুযোগ রয়েছে— ১) ডক্টরাল প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (ডিপিএম), ২) ডক্টরাল প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট ইন টিচিং ট্র্যাক এবং ৩) ডক্টরাল প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট ইন প্র্যাকটিস ট্র্যাক। সমস্ত কোর্সেই মোট আটটি বিষয়ে স্পেশ্যালাইজ়েশনের সুযোগ মিলবে— ১) ডিসিশন সায়েন্সেস অ্যান্ড অপারেশন্স ম্যানেজমেন্ট, ২) অর্থনীতি, ৩) ফিন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোল, ৪) হিউম্যানিটিজ় অ্যান্ড লিবারাল আর্টস ইন ম্যানেজমেন্ট, ৫) ইনফরমেশন সিস্টেমস, ৬) মার্কেটিং ম্যানেজমেন্ট, ৭) অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ৮) স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট।

কোর্সগুলি করার সুযোগ পাবেন গবেষণায় ইচ্ছুক পড়ুয়া থেকে নানা সংস্থায় কর্মরতরা। তবে প্রত্যেকের ক্ষেত্রেই স্নাতকে ৫৫ বা ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মানদণ্ড স্থির করা হয়েছে।

Advertisement

পিএইচডি-তে সুযোগ পাওয়ার পর গবেষকদের ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৪২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে কন্টিনজেন্সি ফি বাবদ কিছু অর্থ।

কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের মূল্যায়ন করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কোন বিষয়ে পিএইচডি-র আবেদন জানানো হচ্ছে, তার ভিত্তিতে আবেদনমূল্যের পরিমাণ হবে ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা। আগামী ২৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement