প্রতীকী ছবি।
দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি-তে (আইআইআইটি) পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। একই ভাবে অন্ধ্রপ্রদেশের আইআইআইটি শ্রী সিটি চিত্তুরেও পিএইচডি করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং ইংরেজি বিষয়ে রয়েছে পিএইচডি-র করার সুযোগ মিলবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলিতে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ৭০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে, সে ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। গণিত এবং ইংরেজি বিষয়ে পিএইচডি-তে আবেদনের ক্ষেত্রেও ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইআইটি শ্রী সিটি চিত্তুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে ৫০০ টাকা জমা দেওয়া দরকার। এর পরে টাকা জমা দেওয়ার নথি, আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বিজ্ঞপ্তি উল্লেখ না থাকলেও বিজ্ঞপ্তিতে দেওয়া সরাসরি লিঙ্কের মাধ্যমে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। পাশাপাশি সেখান থেকেই আবেদনপত্র পাওয়া যাচ্ছে, যা অনলাইনে পূরণ করে অফলাইনে জমা দিতে হবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি শ্রী সিটি চিত্তুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।