ISI Kolkata Admission 2025

আইএসআইতে নানা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ, শুরু আবেদন গ্রহণ

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২
Share:

আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতায় একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি এবং প্রসপেক্টাস প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া শুরু হবে শুক্রবার থেকেই।

Advertisement

প্রতিষ্ঠানে পড়ুয়ারা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, গণিত, স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি, কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশন্স রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড অ্যানালিটিক্স, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ম্যানেজমেন্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড অ্যানালিটিক্স এবং অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারবেন। উল্লিখিত বিষয়গুলিতে ব্যাচেলর্স, মাস্টার্স এবং পিজি ডিপ্লোমা ডিগ্রি লাভের সুযোগ পাবেন তাঁরা। বেশ কিছু কোর্সের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তরফে পড়ুয়াদের বৃত্তিও দেওয়া হবে।

ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিক্স অনার্স (বিস্ট্যাট অনার্স)-এ ভর্তির আবেদন জানাতে পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় গণিত এবং ইংরেজি নিয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি কোর্সে ভর্তির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অসংরক্ষিত শ্রেণিভুক্ত পুরুষ ও মহিলা প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৫০০, ১০০০ এবং ৭৫০ টাকা। ব্যাচেলর্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স (বিএসডিএস) বাদে বাকি কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন আগামী ২৬ মার্চ। ব্যাচেলর্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত।

সমস্ত কোর্সে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। বিএসডিএস বাদে বাকি কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার আয়োজন করা হবে আগামী ১১ মে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement