— প্রতিনিধিত্বমূলক চিত্র।
যে কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় কোম্পানি সেক্রেটারির প্রয়োজন। এই পদাধিকারীদের সংস্থার আইনি, আর্থিক, নিয়ম-কানুন সংক্রান্ত সমস্যা এবং চাহিদা পূরণের দায়িত্ব পালন করতে হয়। সংস্থার কর্তৃপক্ষ, ভাগিদার (শেয়ারহোল্ডার), সরকারের মধ্যে সমন্বয় বজায় রাখার কাজটিও করে থাকেন তাঁরা। এই পদে কাজের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠানের সদস্য হওয়া আবশ্যক।
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসই) হল সেই প্রতিষ্ঠান। দ্বাদশ উত্তীর্ণেরা এই প্রতিষ্ঠান থেকেই কোম্পানি সেক্রেটারি হয়ে ওঠার পঠনপাঠন এবং প্রশিক্ষণ নিতে পারেন। প্রতি বছর তিনটি পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা কোম্পানি সেক্রেটারি হয়ে উঠতে পারবেন কী না, তা যাচাই করে নেয় আইসিএসই।
প্রথম পরীক্ষাটি হয় দ্বাদশ উত্তীর্ণদের ওই প্রতিষ্ঠানে ভর্তি নেওয়ার জন্য। কোম্পানি সেক্রেটারি এক্জ়িকিউটিভ এন্ট্রানস্ টেস্ট (সিএসইইটি) শীর্ষক ওই প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করা হয়। বিজ়নেস কমিউনিকেশন, লিগ্যাল অ্যাপটিটিউড, লজিক্যাল রিজ়নিং, ইকোনোমিক, বিজ়নেস এনভায়রনমেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করা হয়। অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিতে হয় পড়ুয়াদের।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ওই পরীক্ষায় পাশ করার পর তাঁরা এক্জ়িকিউটিভ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এই পর্বে কোম্পানি ল, ক্যাপিটাল মার্কেটিং অ্যান্ড সিকিউরিটিস ল’স, ট্যাক্সেশন, ম্যানেজমেন্ট নিয়ে পঠনপাঠন ন’মাস পর্যন্ত চলে। এর পর দিতে হয় পরীক্ষা। এই পরীক্ষার শেষে চাইলে কেউ প্রশিক্ষণ নিতে পারেন।
দ্বিতীয় পরীক্ষায় পাশ করার পর শুরু হয় প্রফেশনাল প্রোগ্রাম। এই পর্বেই পঠনপাঠনের শেষ পর্যায়। এই প্রোগ্রাম শেষে শুরু হয় প্রফেশনাল ট্রেনিং। প্রফেশনাল প্রোগ্রামের ক্ষেত্রেও থাকে ন’টি পেপার। অ্যাডভান্সড কর্পোরেট ল, গর্ভর্নেন্স ফান্ডিং এবং ইলেক্টিভ বিষয়গুলি নিয়ে পঠনপাঠন চলে ১০ থেকে ১২ মাস পর্যন্ত। কোর্স সম্পূর্ণ হলে দিতে হয় চূড়ান্ত পর্বের পরীক্ষা।
সমস্ত পরীক্ষা দেওয়ার পর প্রশিক্ষণ শুরু হয়। এক্জ়িকিউটিভ প্রোগ্রামের পরীক্ষা শেষে কেউ ট্রেনিং বেছে নিতে চাইলে, তাঁকে ২১ মাস প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে। তবে, প্রফেশনাল প্রোগ্রামের শেষে ওই প্রশিক্ষণ চলবে এক বছরের জন্য। পড়ুয়ারা সংস্থার কোন বিভাগের কাজ কী ভাবে করবেন, কোন ধরনের কাজের চাহিদা কী ভাবে মেটাতে হবে— তা শেখানো হয়।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলতি বছর সিএসইইটি-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন দ্বাদশ উত্তীর্ণেরা। অনলাইনে সিএস-এর প্রবেশিকা হতে চলেছে ১০ জানুয়ারি, ২০২৬।
এ ছাড়াও এক্জ়িকিউটিভ এবং প্রফেশনাল প্রোগ্রামের সূচিও প্রকাশ করেছে সিএসইইটি। চলতি বছরের ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। তবে, ২৫ ডিসেম্বর কোনও পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রতিদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে, প্রশ্নপত্র পড়ার জন্য মিলবে অতিরিক্ত ১৫ মিনিট।