IPGMER Admission 2025

ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি করার সুযোগ, আগ্রহীদের দিতে হবে প্রবেশিকা

রিসার্চ এন্ট্রান্স টেস্ট (আরইটি) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:১০
Share:

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ফার্মাকোলজি নিয়ে পিএইচডি করার সুযোগ। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার তরফে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের তরফে রিসার্চ এন্ট্রান্স টেস্ট (আরইটি) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পিএইচডি-র জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

প্রবেশিকায় মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ) থাকবে। ওই প্রবেশিকায় উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পাশাপাশি, তাঁদের মেডিক্যাল রিসার্চের যে কোনও বিষয় সম্পর্কে একটি পাওয়ারপয়েন্ট প্রেজ়েন্টেশনও করতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ে যাঁরা উৎকর্ষের পরিচয় দেবেন, তাঁদেরই পিএইচডি ডিগ্রি কোর্সের জন্য বেছে নেওয়া হবে।

ফার্মাকোলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন— এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এর জন্য তাঁদের সশরীরে আইপিজিএমইআর, কলকাতার অধিকর্তার অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

আবেদনের শেষ দিন ২ মে। পরীক্ষা ৬ মে এবং ইন্টারভিউ ১৪ মে নেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement