আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় গবেষণার কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের একটি ইউনিটে গবেষণার জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সার্ভিসেস ইউনিটে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটির নাম 'ডিজাইনিং সিকয়োর সাইবার-ফিজিক্যাল সিস্টেমস'। প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পের কাজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। এর পর নিযুক্তের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০-৩৫,০০০ টাকা।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে এমই/ এমটেক অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।