ju convocation

হরমনপ্রীতকে ডি লিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অনুমতি মিলল রাজভবনের

বিশ্বকাপজয়ী সেই ক্যাপ্টেনকে ডি লিট উপাধি দিয়ে সম্মানিত করতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২৩:১১
Share:

— ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়া হবে হরমনপ্রীত কৌরকে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই খবর রাজভবন সূত্রে।

Advertisement

নাদিন ডি ক্লার্কের ক্যাচটা হরমনপ্রীত কৌরের তালুবন্দি হতেই শাপমুক্তি! বিশ্বকাপজয়ী সেই ক্যাপ্টেনকে ডি লিট উপাধি দিয়ে সম্মানিত করতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নভেম্বরের ৩ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। নভেম্বরের ৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশেষ বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে দেশের মহিলা ক্রিকেটের ক্যাপ্টেনকে ডি লিট দেওয়ার প্রস্তাব এলেও তখন আমল দে‌ওয়া হয়নি। তার প্রধান কারণ,বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, হাতে সময় কম, তাই দ্রুত সমাবর্তন নিয়ে এগ্‌জ়িকিউটিভ কাউন্সিল(ইসি)-এর বৈঠক ডাকতে চলেছেন কর্তৃপক্ষ। যা এই কম সময়ের মধ্যে করা অসম্ভব বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।

Advertisement

বুধবার সন্ধ্যায় বুধবার রাজভবনে সমাবর্তন নিয়ে আলোচনা করেন উপাচার্য। ‌রাজভবন সূত্রের খবর, সেখানে আচার্যকে হরমনপ্রীত কৌরকে ডি লিট দেওয়ার বিষয়টি জানান তিনি এবং তাতে সায় দিয়েছেন আচার্য।

শুধু হরমনপ্রীত নন, বিশেষ অতিথি হিসাবে তিনটি নাম ঠিক করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর সিইও শিবকুমার কল্যাণরামনের নাম প্রস্তাব করা হয় আচার্যের কাছে। তাতেও সায় দিয়েছেন তিনি।

হাতে সময় কম তাই বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর দ্রুত এগজিকিউটিভ কাউন্সিলে(ইসি)-র বৈঠক ডাকতে চলেছেন সমাবর্তন নিয়ে কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement